সারাবিশ্ব – The Daily Cumilla https://thedailycumilla.com Thu, 07 Dec 2023 21:57:54 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://thedailycumilla.com/wp-content/uploads/2023/12/cropped-Icon-03-32x32.png সারাবিশ্ব – The Daily Cumilla https://thedailycumilla.com 32 32 ১৪ ঘণ্টায় ৮০০ ভূমিকম্প https://thedailycumilla.com/?p=863 https://thedailycumilla.com/?p=863#respond Thu, 23 Nov 2023 07:01:12 +0000 http://tdi_186_1e6 ১৪ ঘণ্টার মধ্যে ৮০০ ভূমিকম্প অনুভূত হলো ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ আইসল্যান্ডে। শনিবার ভূমিকম্পের ব্যাপকতায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অধিকাংশ ভূমিকম্প হয়েছে রাজধানী রিকজাভিক ও আশপাশের এলাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপদ্বীপ রেইকজানেসে। কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও বেশ কিছু বাড়িঘর ধসে পড়েছে বিভিন্ন এলাকায়।

আইসল্যান্ডের আবহাওয়া সংস্থা (আইএমও) জানিয়েছে, ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। রেইকজানেসের উপকূলীয় শহর গ্রিন্ডাভিকে রেকর্ড করা হয়েছে এ ভূকম্পটি।

ভূমিকম্পে গ্রিন্ডাভিকের বেশ কিছু ঘরবাড়ি ভেঙে পড়েছে। এ ছাড়া শহরের প্রধান কয়েকটি সড়কও দেবে গেছে। শহরটিতে উদ্ধার কাজ চলছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়, অনির্দিষ্টকালের জন্য ভূমিকম্প অব্যাহত থাকতে পারে। সামনে আরও বড় মাত্রার ভূমিকম্প আসতে পারে। অগ্ন্যুৎপাতেরও আশঙ্কা রয়েছে। তাই নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে ভূমিকম্পপ্রবণ এলাকার মানুষকে।

আইএমওর রেকর্ড অনুযায়ী, গত অক্টোবর থেকে এ পর্যন্ত আইসল্যান্ডের বিভিন্ন এলাকায় মোট ২৪ হাজার ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে।

আইসল্যান্ডে ইউরোপের সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এখানে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা ৩৩।

]]>
https://thedailycumilla.com/?feed=rss2&p=863 0
১৬ বছর বয়সেই পাঁচ যুদ্ধের সাক্ষী গাজার শিশুরা https://thedailycumilla.com/?p=865 https://thedailycumilla.com/?p=865#respond Thu, 23 Nov 2023 07:01:12 +0000 http://tdi_187_852 ইসরায়েলি বর্বরতা; উপত্যকার তিন জেলায় তীব্র লড়াই

কী নির্মম ভাগ্য গাজা উপত্যকার শিশুদের! বর্তমানে যে শিশুর বয়স ১৬ বছর, সে ইতোমধ্যেই নিজ ভূমিতে পাঁচবার ইসরায়েলি আগ্রাসন দেখেছে। সাক্ষী হয়েছে অকল্পনীয় মৃত্যু, ধ্বংসযজ্ঞ ও বিভীষিকার।

২০০৭ সালে ইসরায়েল গাজার ওপর স্থল, সমুদ্র এবং আকাশ অবরোধ আরোপ শুরু করে। তার পর থেকে এই উপত্যকায় অন্তত পাঁচটি বড় ধরনের অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইহুদিবাদী দেশটি।

২০০৮ সালে যে শিশুর বয়স ছিল মাত্র এক বছর, সে তখনই ২২ দিনের বিধ্বংসী বিমান এবং স্থলযুদ্ধে বেঁচে গেছে। ইসরায়েলের ওই ‘অপারেশন কাস্ট লিডে’ ৩২০ শিশুসহ প্রায় ১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হন।

বেঁচে যাওয়া ওই শিশুরাই পাঁচ বছর বয়সে ২০১২ সালে আট দিনের ইসরায়েলি হামলার প্রত্যক্ষদর্শী হয়। এতে ৩০ শিশুসহ ৮০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

২০১৪ সালে সাত বছর বয়সে সেই শিশুরা ৫০ দিনের ইসরায়েলি আগ্রাসনের সাক্ষী হয়। সেই সময় ৫৫১ শিশুসহ অন্তত ২ হাজার ৩১০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

১৪ বছর বয়সে ২০২১ সালে কৈশোরে তারা ১১ দিন স্থায়ী ইসরায়েলি হামলার মুখোমুখি হয়। এতে ৬৭ শিশুসহ ২৬০ ফিলিস্তিনিকে হত্যা করে ইহুদিবাদী সেনারা।

বর্তমানে ১৬ বছর বয়সে গাজায় শিশুরা অন্তত ১০০ বছরের মধ্যে বিশ্বের বর্বরতম ইসরায়েলি ধ্বংসযজ্ঞ দেখছে। এ হামলায় ৭ হাজারের বেশি শিশুসহ অন্তত ১৭ হাজার ১৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অবরুদ্ধ এ জনপদে ইসরায়েলি আগ্রাসন গতকাল বৃহস্পতিবার তৃতীয় মাসে গড়িয়েছে। ইসরায়েলি বর্বর হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এর মধ্যে গাজার সবচেয়ে বড় তিনটি শহর এবং তার আশপাশে গতকাল ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে ভারী যুদ্ধ ছড়িয়ে পড়ে। বিমান শক্তি, ট্যাঙ্ক এবং সাঁজোয়া বুলডোজারের সহায়তায় ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার সবচেয়ে বড় শহর খান ইউনিস, গাজা সিটি এবং উত্তরের জাবালিয়া জেলায় হামলা চালায়। হামাস যোদ্ধারাও পাল্টা জবাব দেন। এতে ইসরায়েলি সেনাবাহিনীর আরও তিন সেনা নিহত হয়েছে বলে দেশটি ঘোষণা দিয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত ৪১৪ সদস্য মারা গেছে।

দাতব্য সংস্থা অক্সফাম বৃহস্পতিবার বলেছে, গাজা ধ্বংসে আন্তর্জাতিক সম্প্রদায় ‘সহযোগী’। সংস্থাটি বলছে, গাজায় ইসরায়েলের দুই মাসের যুদ্ধ ধ্বংস, বিপদ, এবং বেসামরিক সন্ত্রাস এবং এমন মাত্রায় দুর্ভোগ সৃষ্টি করছে, সমগ্র ছিটমহলজুড়ে কোনো মানবিক প্রতিক্রিয়াও অসম্ভব করে তুলেছে। এই ‘দুঃস্বপ্ন’ উন্মোচিত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং বিশেষ করে ইসরায়েলের সমর্থকদের সমালোচনা করেছে অক্সফাম। অক্সফামের মানবিক পরিচালক মার্টা ভালদেস গার্সিয়া বলেছেন, আমাদের রাজনৈতিক নেতারা ব্যর্থ হচ্ছেন।

সূত্র: আলজাজিরা ও এএফপি।

]]>
https://thedailycumilla.com/?feed=rss2&p=865 0