চিত্রবিচিত্র – The Daily Cumilla https://thedailycumilla.com Thu, 07 Dec 2023 21:53:58 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://thedailycumilla.com/wp-content/uploads/2023/12/cropped-Icon-03-32x32.png চিত্রবিচিত্র – The Daily Cumilla https://thedailycumilla.com 32 32 ১৪ ঘণ্টায় ৮০০ ভূমিকম্প https://thedailycumilla.com/?p=863 https://thedailycumilla.com/?p=863#respond Thu, 23 Nov 2023 07:01:12 +0000 http://tdi_186_1e6 ১৪ ঘণ্টার মধ্যে ৮০০ ভূমিকম্প অনুভূত হলো ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ আইসল্যান্ডে। শনিবার ভূমিকম্পের ব্যাপকতায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অধিকাংশ ভূমিকম্প হয়েছে রাজধানী রিকজাভিক ও আশপাশের এলাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপদ্বীপ রেইকজানেসে। কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও বেশ কিছু বাড়িঘর ধসে পড়েছে বিভিন্ন এলাকায়।

আইসল্যান্ডের আবহাওয়া সংস্থা (আইএমও) জানিয়েছে, ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। রেইকজানেসের উপকূলীয় শহর গ্রিন্ডাভিকে রেকর্ড করা হয়েছে এ ভূকম্পটি।

ভূমিকম্পে গ্রিন্ডাভিকের বেশ কিছু ঘরবাড়ি ভেঙে পড়েছে। এ ছাড়া শহরের প্রধান কয়েকটি সড়কও দেবে গেছে। শহরটিতে উদ্ধার কাজ চলছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়, অনির্দিষ্টকালের জন্য ভূমিকম্প অব্যাহত থাকতে পারে। সামনে আরও বড় মাত্রার ভূমিকম্প আসতে পারে। অগ্ন্যুৎপাতেরও আশঙ্কা রয়েছে। তাই নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে ভূমিকম্পপ্রবণ এলাকার মানুষকে।

আইএমওর রেকর্ড অনুযায়ী, গত অক্টোবর থেকে এ পর্যন্ত আইসল্যান্ডের বিভিন্ন এলাকায় মোট ২৪ হাজার ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে।

আইসল্যান্ডে ইউরোপের সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এখানে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা ৩৩।

]]>
https://thedailycumilla.com/?feed=rss2&p=863 0
আজকাল সম্পর্ক স্থায়ী হয় না যেসব কারণে https://thedailycumilla.com/?p=859 https://thedailycumilla.com/?p=859#respond Thu, 23 Nov 2023 07:01:12 +0000 http://tdi_184_0e8 মানুষের অস্তিত্বের মৌলিক ভিত্তি হচ্ছে সম্পর্ক। আজকাল দেখা যাচ্ছে, খুব সহজেই সম্পর্ক ভেঙে যাচ্ছে। ডেটিং অ্যাপের প্রসার, যোগাযোগের সহজ মাধ্যম, ঘন ঘন ডেটিংয়ের সত্ত্বেও বহু সম্পর্কই দীর্ঘস্থায়ী হচ্ছে না। এমন প্রবণতার পেছনে কারণ কি?

সংবাদসংস্থা আইএএনএস-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে,ভারতীয় ম্যাচমেকার সিমা তাপারিয়া বলেছেন, ‘উচ্চ শিক্ষিত তরুণদের মধ্যে কারও কথা শোনার প্রবণতা কম। নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা তাদেরকে অন্যদের মতামত বা কথা শুনতে উৎসাহিত করে না ‘।

ম্যাচমেকার সিমার মতে, একটি সফল সম্পর্কের জন্য ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের প্রজন্মের মধ্যে এমন বৈশিষ্ট্যের অভাব রয়েছে। ধৈর্য যেকোন ব্যক্তির জন্য অপরিহার্য, কারণ এটি জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আজকাল সম্পর্ক স্থায়ী না হওয়ার পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছে ‘ইন্ডিয়া টিভি’র এক প্রতিবেদনে।

প্রতিশ্রুতির ভয়: আজকাল সম্পর্ক স্থায়ী না হওয়ার একটি প্রধান কারণ হল প্রতিশ্রুতির ভয়। দ্রুতগতির এই বিশ্বে, যেখানে সবকিছুই সবার হাতের নাগালে তাই একজনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার ভয় তৈরি হয়েছে। অনেকেই দীর্ঘমেয়াদী সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়াকে চ্যালেঞ্জিং বলে মনে করে।

যোগাযোগের অভাব: যোগাযোগ যে কোনো সফল সম্পর্কের চাবিকাঠি। আজকের ডিজিটাল যুগে, সোশ্যাল মিডিয়া এবং মেসেজ আদান প্রদানের সাথে সাথে মুখোমুখি কথোপকথনের আগ্রহ কমে যাচ্ছে। যোগাযোগ করার জন্য বেশিরভাগ মানুষই এই প্ল্যাটফর্মগুলির উপর নির্ভর করছে।

অবাস্তব প্রত্যাশা: আজকের সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপের বিশ্বে, মানুষ একটি নিখুঁত সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে অবাস্তব সব প্রত্যাশা করছে। যার ফলে, তাদের সম্পর্কের ক্ষেত্রে হতাশা এবং অসন্তোষ সৃষ্টি হচ্ছে।

প্রচেষ্টার অভাব: একটি সফল সম্পর্কের জন্য উভয়েরই প্রচেষ্টা প্রয়োজন। সম্পর্কের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ বা দ্বন্দ্বের মুখোমুখি হলেই তারা সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে। ডেটিং অ্যাপের মাধ্যমে নতুন সঙ্গী খোঁজার সহজলভ্যতাও সহজে সম্পর্ক ভাঙাকে উৎসাহিত করছে।

অসঙ্গতি: আজকাল সম্পর্ক স্থায়ী না হওয়ার আরেকটি প্রধান কারণ হল দুজনের মধ্যে বোঝাপড়ার সমস্যা। অনলাইন ডেটিংয়ের ক্ষেত্রে একজন আরেকজনকে না বুঝেই সম্পর্কে জড়িয়ে পড়ছে। পরবর্তীতে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় সম্পর্ক ভেঙ্গে যাচ্ছে।

]]>
https://thedailycumilla.com/?feed=rss2&p=859 0