দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন-দৌড়ে আছেন ঢাকার দুই সিটি করপোরেশনের বেশ কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর।
ক্ষমতাসীন দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন, ঢাকার ২ সিটির এমন অন্তত ১২ জন ওয়ার্ড কাউন্সিলরের তথ্য জানা গেছে। তাঁদের মধ্যে সংরক্ষিত ওয়ার্ডের একজন নারী কাউন্সিলরও আছেন।
গতকাল মঙ্গলবার ছিল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন। জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২ টি। প্রতি আসনের বিপরীতে মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা দাঁড়িয়েছে গড়ে ১১ জন।
প্রাপ্ত তথ্য অনুসারে, ঢাকার ২ সিটির ১২ জন ওয়ার্ড কাউন্সিলর রাজধানীর ৭টি সংসদীয় আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়ে জমা দিয়েছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার পাঁচটি সংসদীয় আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ওয়ার্ড কাউন্সিলর নয়জন। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার দুটি সংসদীয় আসন থেকে মনোনয়ন চান তিন ওয়ার্ড কাউন্সিলর।
ওয়ার্ড পর্যায়ের এসব জনপ্রতিনিধিদের বেশির ভাগ বলেছেন, তাঁরা আরও বড় পরিসরে জনসেবা করতে চান। তৃণমূলের নেতা-কর্মীরা তাঁদের জাতীয় সংসদে দেখতে চান। কেউ কেউ আবার বলেছেন, সামাজিক মর্যাদা বাড়াতে তাঁরা দলীয় মনোনয়ন ফরম নিয়ে জমা দিয়েছেন।
ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান দক্ষিণ সিটির ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী হাবিবুর রহমান। এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির (জাপা) সৈয়দ আবু হোসেন বাবলা।